গাড়ি ভাঙচুরের মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ও সম্পাদক হাবিবুর রশীদ খালাস
১০ বছর আগে গাড়ি ভাঙচুরের মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া (জুয়েল) ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ (হাবিব) ২০ জন খালাস পেয়েছেন। তবে একই মামলায় আবুল কালাম আজাদ নামের বিএনপির কর্মীকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার এই রায় দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন আবদুল কাদের ভূঁইয়ার আইনজীবী ইলতুৎমিশ সওদাগর।
আইনজীবীদের দেওয়া তথ্য বলছে, ২০১৩ সালের ১২ মার্চ রাজধানীর রমনা থানার শিল্পকলা একাডেমির সামনে গাড়ি ভাঙচুর ও অটোরিকশায় আগুন ধরানোর অভিযোগে মামলা হয়। মামলায় ছাত্রদলের তৎকালীন সভাপতি আবদুল কাদের ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ অন্যদের বিরুদ্ধে সড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ৮ জুন ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।