এসকেএফের উদ্যোগে ওষুধের হালনাগাদ তথ্য নিয়ে দিনব্যাপী বৈজ্ঞানিক আলোচনা

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘রিসেন্ট আপডেটস ইন মেডিসিন’ শীর্ষক বৈজ্ঞানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছবি: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে

দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে একটি আলোচনা সভায় সর্বাধুনিক চিকিৎসাপদ্ধতি ও ওষুধ, সঠিক রোগনির্ণয় ও সাশ্রয়ী মূল্যের ওষুধের হালনাগাদ পরিস্থিতির কথা উঠে আসে।

এসকেএফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার দিনব্যাপী রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘রিসেন্ট আপডেটস ইন মেডিসিন’ শীর্ষক বৈজ্ঞানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের ১০টি মেডিকেল কলেজের অডিটরিয়ামে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়।

আলোচনায় চিকিৎসকেরা তাঁদের বৈজ্ঞানিক উপস্থাপনায় বর্তমান পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ তিনটি রোগ—ডিপ্রেশন, নিউরোপ্যাথিক পেইন ও উচ্চ রক্তচাপের প্রচলিত চিকিৎসাপদ্ধতি এবং সর্বাধুনিক ওষুধ সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করেন। এসব রোগের দ্রুত নিরাময়ের জন্য কী কী প্রয়োজন, সেটাও আলোচনায় উঠে আসে। এ ছাড়া সঠিক রোগনির্ণয় ও সাশ্রয়ী মূল্যে গুণগত মানের ওষুধ নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি যেকোনো অসুখ তীব্র পরিস্থিতিতে পৌঁছানোর আগে তা নিরাময়ের গুরুত্ব এবং অপ্রাতিষ্ঠানিক ‘ডাক্তার’দের কাছে চিকিৎসা গ্রহণের ভয়াবহতার বিষয়ও চিকিৎসকেরা তুলে ধরেন।

রোগীদের আর্থসামাজিক অবস্থান, উচ্চমূল্যের ওষুধ কেনার ক্ষেত্রে সাধারণ রোগীরা যে প্রতিকূলতার মুখে পড়েন, সেসবও আলোচকদের উপস্থাপনায় উঠে আসে।

সভায় বাংলাদেশ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের (বিএসএম) সভাপতি অধ্যাপক মো. টিটো মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক কাজী তারিকুল ইসলাম এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমাদুল কবির।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএসএমের বিজ্ঞানবিষয়ক সচিব অধ্যাপক সৈয়দ গোলাম মগনী মাওলা। এরপর বৈজ্ঞানিক উপস্থাপনা তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক মো. তানভীর ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক মোহাম্মদ হাসান তারিক, এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক দিলীপ কুমার ধর।

এ ছাড়া প্যানেল আলোচক ছিলেন বিসিপিএসের মেডিসিন বিভাগের অধ্যাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আলম, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. আসাদুল কবির, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক আহমেদ হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। উপস্থাপনা শেষে সমাপনী বক্তব্য দেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. ফয়জুল ইসলাম চৌধুরী।

এ ছাড়া এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলসের অ্যাডিশনাল ডিরেক্টর বিনয় দাস কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে এসকেএফের আগ্রহের কথা জানান।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এসকেএফের মেডিকেল অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠানটির সায়েন্টিফিক অংশীদার হিসেবে ছিল এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এলমুড (ডেক্সট্রোমিথরফ্যান ও বুপ্রোপিয়ন), সিম্প্রেস (মক্সোনিডিন) ও মিগ (মিরোগাবালিন)।