কয়েক সপ্তাহে ৬ কোটি টাকা ভ্রমণ খরচ, তোপে ঋষি সুনাক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কয়েক সপ্তাহে উড়োজাহাজের ভাড়া বাবদ প্রায় ৫ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৬০ লাখ টাকা) খরচ করেছেন। গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে বিদেশ সফরে এমন খরচ হয়েছে। সরকারি এক নথি থেকে এমন তথ্য জানা যায়। দেশে জীবনযাপনের ব্যয় বৃদ্ধির মধ্যে ভ্রমণ বাবদ এত খরচ করা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছেন সুনাক।
২০২২ সালের শেষের তিন মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের তথ্য সংবলিত এক সরকারি নথিতে দেখা গেছে, গত বছর ৬ নভেম্বর মিসরে জলবায়ু সম্মেলনে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ওই সম্মেলনে তাঁর যোগদান ও পরদিন দেশে ফিরতে উড়োজাহাজের ভাড়া বাবদ যুক্তরাজ্য সরকার ১ লাখ ৮ হাজার পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪২ লাখ টাকা) মতো অর্থ খরচ করেছে।
জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার এক সপ্তাহ পর সুনাক ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে যোগ দেন। ১৭ নভেম্বর দেশে ফেরেন তিনি। ওই ভ্রমণ বাবদ খরচ হয়েছে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা) বেশি।
এরপর গত ডিসেম্বরে লাটভিয়া ও এস্তোনিয়ায় এক দিনের সফরে যান সুনাক। এ সফরে উড়োজাহাজ ভাড়া বাবদ খরচ হয়েছে ৬২ হাজার পাউন্ডের বেশি।
ডাউনিং স্ট্রিট কর্তৃপক্ষ মাঝেমধ্যে আরএএফ ভয়েজার উড়োজাহাজ ব্যবহার করে। এ ধরনের উড়োজাহাজে অন্য যাত্রীদেরও বহন করা যায়। তবে সুনাক তাঁর সফরের সব কটিতে টাইটান এয়ারওয়েজ পরিচালিত এয়ারবাস এ-৩২১–তে ভ্রমণ করেছেন।
লিবারেল ডেমোক্র্যাট দলের নেতারা বলছেন, যুক্তরাজ্যে জীবনযাপনের ব্যয় বেড়ে গেছে। আর এমন সময় এ ধরনের খরচকে জনগণের করের টাকার অপব্যয় বলে উল্লেখ করেছেন তাঁরা।
নথিতে দেখা গেছে, প্রধানমন্ত্রীর থাকা, খাওয়া, ভিসাসহ অন্যান্য খরচ বাবদ আরও প্রায় ২০ হাজার পাউন্ড খরচ হয়েছে।