ভারতের পররাষ্ট্রসচিবের ঢাকা সফর স্থগিত

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রাফাইল ছবি

অনিবার্য কারণে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার পূর্বনির্ধারিত ঢাকা সফর স্থগিত হয়ে গেছে। এক দিনের সফরে আগামী শনিবার সকালে তাঁর ঢাকায় আসার কথা ছিল। ওই দিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেবেন, এমনটা কথা ছিল।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভারতের পররাষ্ট্রসচিবের সফর স্থগিতের তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের দিনক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য বিনয় কোয়াত্রার ঢাকায় আসার কথা ছিল। খসড়া সূচি অনুযায়ী আগামী শনিবার সকালে ঢাকায় আসার পর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা ছিল। সেদিনই ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার আগে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনার কথা ছিল ভারতের পররাষ্ট্রসচিবের।

আগামী জুন মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের বিষয়টি মোটামুটি চূড়ান্ত ছিল। এখন প্রধানমন্ত্রীর পরিকল্পিত ওই সফর পিছিয়ে জুলাইয়ে আয়োজন করতে চাইছে ভারত। ঢাকা সফরের সময় বিনয় কোয়াত্রা এটি বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা ছিল।