নিক্সন চৌধুরীর স্ত্রীর গুলশানের ফ্ল্যাট ক্রোকের আদেশ
সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে গ্যারেজ ও কমনস্পেসও ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এই আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, তারিন হোসেনের নামে ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী এবং স্ত্রী তারিন হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।
আট কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নিক্সন চৌধুরী ও তাঁর স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে গত ৯ জানুয়ারি মামলা করে সংস্থাটি।