সহকারী অ্যাটর্নি জেনারেলকে হত্যাচেষ্টা মামলায় একজন আইনজীবী গ্রেপ্তার, আটক ৪

গ্রেপ্তারপ্রতীকী ছবি

সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফকে হত্যাচেষ্টা মামলায় একজন আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আইনজীবীর নাম ওসমান চৌধুরী। গোয়েন্দা পুলিশ আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলেও তিনি জানান।

এদিকে ডিএমপির রমনা জোনের (গোয়েন্দা বিভাগ) অতিরিক্ত উপকমিশনার আজহারুল ইসলাম বলেন, এস আর সিদ্দিকীকে হত্যাচেষ্টা মামলায় চারজনকে গুলশান থেকে আটক করা হয়েছে।

এস আর সিদ্দিকীকে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুসসহ ২০ জন আইনজীবীকে আসামি করে শাহবাগ থানায় গতকাল শুক্রবার রাতে মামলা হয়।

আরও পড়ুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে শেষ হলেও রাতে ভোট গণনা নিয়ে শুক্রবার ভোরে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে ভোট গণনা আর হয়নি। ব্যালট সিলগালা অবস্থায় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক।

এই নির্বাচনে গত বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতেই ভোট গণনা করা হবে কি না—এ নিয়ে গতকাল শুক্রবার ভোরে আইনজীবী সমিতি মিলনায়তনে কয়েকজন প্রার্থীর মধ্যে বাদানুবাদ, হট্টগোল ও মারধরের ঘটনা ঘটে। এতে সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফসহ কয়েকজন আইনজীবী আহত হন।