শিশুরা তাদের নিজের ঘরেও নিরাপদ নয়

শিশু নির্যাতনের
প্রতীকী ছবি

দেশে একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। সংস্থাটি বলেছে, শাস্তির নিশ্চয়তা না থাকায় শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। তাই শিশুদের প্রতি এই নিষ্ঠুরতা ঠেকাতে সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে তারা।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, চট্টগ্রামে সাত বছরের একটি শিশু নিজ ঘরে হত্যাকাণ্ডের শিকার হয়। তখন শিশুটির মা–বাবা কর্মস্থলে ছিলেন। শিশুটির বাবা একজন রিকশাচালক, মা পোশাকশ্রমিক। শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের সন্দেহ।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম শিশু সুরক্ষায় চরম দুরবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, শিশুরা তাদের নিজের ঘরেও নিরাপদ নয়। বেশির ভাগ ক্ষেত্রে অপরাধী ধরা পড়লেও তাদের শাস্তি হবে, এমন নিশ্চয়তা নেই। প্রায় দেখা যায়, অপরাধী অর্থ, ক্ষমতা ও আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য দিয়ে মানুষের জন্য ফাউন্ডেশন জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ২৯২ জন শিশু হত্যার শিকার হয়। অথচ মামলা হয়েছে মাত্র ১০৩টি। এসব শিশুর বয়স ৫ থেকে ১২। ৬৮ জনের বয়স ৬ বছরের নিচে।

সংবাদ বিজ্ঞপ্তিতে শিশু সুরক্ষায় যথাযথ কৌশল গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা তাদের শিশুদের ঘরে একা রেখে কর্মক্ষেত্রে যেতে বাধ্য হন। সেসব শিশুকে সুরক্ষা দেওয়ার দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রচলিত আইনে শিশু নির্যাতনকারীর দ্রুত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিশুদের প্রতি এ ধরনের অমার্জনীয় অপরাধ, নিগ্রহ ও নিষ্ঠুর সহিংসতার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন করতে সরকার, সুশীল সমাজ ও সংগঠনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন।