সড়ক দুর্ঘটনায় আহত ইউপি সদস্যের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহত ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরীছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার তিন দিন পর আজ মঙ্গলবার সকালে গোপাল চন্দ্র চৌধুরী (৬৫) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গোপাল চন্দ্র চৌধুরী উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের মৃত নির্মল চন্দ্র চৌধুরীর ছেলে। তিনি খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনবারের নির্বাচিত সদস্য। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

গোপাল চন্দ্র চৌধুরীর স্বজনেরা জানান, শক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বড়াতাকিয়া বাজারে যেতে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বালুবাহী পিকআপ গোপাল চন্দ্র চৌধুরীকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।

পরে পিকআপটির চালক ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সকাল ভোর সাড়ে ছয়টায় মৃত্যু হয় তাঁর।

এ বিষয়ে জানতে চাইলে গোপাল চন্দ্র চৌধুরীর ছেলে সবুজ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কাজের সূত্রে আমি স্পেনে থাকি। বাবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন—এমন খবর পেয়ে রোববার আমি দেশে এসেছি। দুর্ঘটনার পর থেকেই তিনি অজ্ঞান ছিলেন। আজ ভোরে তিনি আমাদের ছেড়ে যান।’

জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল সরকার প্রথম আলোকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার তিন দিন পর ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরীর মৃত্যুর বিষয়ে আমরা কিছু জানি না। বিষয়টি খবর নিয়ে দেখব।’