দীর্ঘদিনেও র‍্যাঙ্ক ব্যাজ পাননি পুলিশ পরিদর্শকেরা, চান প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশ

প্রথম শ্রেণির পদমর্যাদায় উন্নীত পুলিশ পরিদর্শক ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত উপপরিদর্শকেরা (এসআই) ১১ বছরেও র‍্যাঙ্ক ব্যাজ (পিপস) পাননি।

চারবার স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হলেও এই কর্মকর্তাদের দাবি পূরণ হয়নি। এখন তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের দাবির কথা তুলে ধরতে চান।

নন-ক্যাডার পুলিশ কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, ২০১২ সালে পরিদর্শক পদটিকে প্রথম শ্রেণির পদমর্যাদায় উন্নীত করা হয়। আর এসআই ও ট্রাফিক সার্জেন্টের পদকে উন্নীত করা হয় দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায়। তখন থেকে পরিদর্শকদের দুই কাঁধে দুটি করে মোট চারটি পিপস এবং এসআই ও ট্রাফিক সার্জেন্টদের দুই কাঁধে একটি করে দুটি পিপস পরার কথা। কিন্তু গত ১১ বছরে পরিদর্শক, এসআই, ট্রাফিক সার্জেন্টরা তাঁদের পদের জন্য নির্ধারিত র‍্যাঙ্ক ব্যাজ পরতে পারেননি।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

২০১২ সালের আগে পুলিশ পরিদর্শক পদটি ছিল দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার। এসআই ও ট্রাফিক সার্জেন্ট পদ ছিল তৃতীয় শ্রেণির পদমর্যাদার।

এ বিষয়সহ বিভিন্ন দাবি নিয়ে গত শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে চতুর্থ দফায় বৈঠক করেন নন-ক্যাডার পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা। এর আগে গত ২২ সেপ্টেম্বর তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শে দাবির বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন।

সংগঠনের নেতারা প্রথম আলোকে বলেন, তাঁরা গত শুক্রবার রাতে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, পদমর্যাদায় উন্নতির এত বছর হয়ে যাওয়ার পরও পুলিশ পরিদর্শকেরা এখনো নবম গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন। নবম গ্রেডের অন্য বিভাগে কর্মকর্তারা ১০ বছর চাকরি করার পর সিলেকশন গ্রেড পেয়ে ষষ্ঠ গ্রেডে উন্নীত হন। কিন্তু পুলিশ পরিদর্শকেরা তা থেকে বঞ্চিত। অন্যান্য ক্যাডারে প্রথম শ্রেণির পদমর্যাদার কর্মকর্তারা যে সুযোগ-সুবিধা পাচ্ছেন, তার সঙ্গে তাঁদেরও সমন্বয় করা উচিত। পুলিশে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি হয়। কিন্তু কনস্টেবল থেকে পরিদর্শক পদে সেই অনুপাতে পদোন্নতি হচ্ছে না। এসব অসন্তোষের কথা তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে গতকাল শনিবার রাতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী প্রথম আলাকে বলেন, তাঁরা দাবি-দাওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তবে তাঁদের দাবি পূরণ হয়নি। এখন তাঁরা তাঁদের ন্যায়সংগত দাবি প্রধানমন্ত্রীকে জানাতে চান। সে জন্য তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন তাঁরা সেই অপেক্ষায় আছেন।

পুলিশ পরিদর্শক ও এসআইদের দাবি-দাওয়াগুলো এখন কী অবস্থায় আছে, সে বিষয়ে জানতে গতকাল রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘দাবিগুলো এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিবেচনাধীন।’

পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে পুলিশে নন-ক্যাডার সদস্য আছেন ১ লাখ ৯৯ হাজার ৫২৮ জন। তাঁদের মধ্যে ৬ হাজার ৮৯৮ জন পরিদর্শক। ২৪ হাজার ৪২৯ জন এসআই ও সার্জেন্ট। অন্যরা পুলিশ কনস্টেবল থেকে উপসহকারী পরিদর্শক (এএসআই)। তাঁদের অনেকে পদোন্নতি পাওয়ার যোগ্য। অনেকের চাকরির বয়স ১৫ থেকে ২০ বছর পেরিয়ে গেলেও তাঁরা পদোন্নতি পাচ্ছেন না।