কুমিল্লায় বন্যাদুর্গত লোকজনকে উদ্ধার করেছে বিজিবি

বন্যাদুর্গত মানুষ উদ্ধার করছেন বিজিবির সদস্যরা। গোমতী নদীর তীরবর্তী বিবির বাজার এলাকায়, ২২ আগস্ট ২০২৪ছবি: সংগৃহীত

গোমতী নদীর তীরবর্তী বিবির বাজার এলাকার বন্যাদুর্গত লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নের সদস্যরা। তাঁরা অসহায় মানুষদের মধ্যে ত্রাণসামগ্রীও বিতরণ করছেন।

আজ বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোমতী নদীর তীরে ফাটল দেখা দিলে নদীর ভাঙন রোধে কাজ করেন বিজিবির সদস্যরা। তাঁরা স্থানীয়দের সঙ্গে নিয়ে বালুর বস্তা ফেলে বাঁধ নির্মাণ করেন।

দেশে চলমান বন্যায় দেশের ৮ জেলার ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার। মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ২৯ লাখ ৪ হাজার ৯৬৪। এখন পর্যন্ত মারা গেছেন দুজন। একজন ফেনীতে, আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায়।

স্থানীয়দের নিয়ে বালুর বস্তা ফেলে বাঁধ নির্মাণ করছেন বিজিবির সদস্যরা। গোমতী নদীর তীরবর্তী বিবির বাজার এলাকায়, ২২ আগস্ট ২০২৪
ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত জেলা আটটি হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

আলী রেজা জানান, এখন পর্যন্ত ১ হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭৫ হাজারের বেশি মানুষ।