দেশে দুষ্টের দমন ও শিষ্টের লালনের উল্টোটা ঘটছে: রিজওয়ানা হাসান
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দেশে দুষ্টের দমন আর শিষ্টের লালন করতে হবে। সেখানে উল্টোটা ঘটতে দেখা যাচ্ছে।’
এ বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে এই পরিবেশকর্মী বলেছেন, ‘আমরা দেখি মাঝরাতে সাংবাদিকদের কোমরে দড়ি দেওয়া হয়। কেন দেখি না পরিবেশ রক্ষাকারীদের ওপর হামলায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে?’ তিনি বলেন, ‘আমরা কি একটি মূল্যবোধহীন জাতিতে পরিণত হচ্ছি? তা হতে পারে না। এই জাতির মূল্যবোধ হবে সহযোগিতার–সহমর্মিতার।’
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিটাছড়া বন ও বন্য প্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহফুজ রাসেলের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন রিজওয়ানা হাসান। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ ১০টি সংগঠন আজ রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে।
পরিবেশ রক্ষাকারীদের ওপর হামলায় জড়িতদের ‘পরিবেশ ধ্বংসকারী’ আখ্যায়িত করেন রিজওয়ানা হাসান। এসব হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংবিধানের ১৮(ক) ধারায় রাষ্ট্রকে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে জীববৈচিত্র্য রক্ষার কথা বলা হয়েছে। যে মানুষটি উন্নত বিশ্বের বিলাসী জীবন ফেলে খাগড়াছড়ির গভীর জঙ্গলে জীববৈচিত্র্য রক্ষার জন্য কাজ করছেন, তাঁর ওপর ধারাবাহিক হামলা হচ্ছে।
মানুষ তাঁর মা, ভাই, সন্তানকে ভালোবাসেন উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, ‘কজন মানুষ আছেন যাঁরা রাস্তার কুকুরকে ভালোবাসেন, কয়জন মানুষ আছেন বনের শিয়াল–হরিণকে নিয়ে চিন্তা করেন?
বন্য পশুপাখির প্রতি ভালোবাসা নিঃস্বার্থ, এই ভালোবাসা সমাজের মানুষ কেমন সেটাই সবাইকে জানতে শেখায়, বুঝতে শেখায়। আমাদেরও পরিবেশ নিয়ে যাঁরা কাজ করেন, বন্য প্রাণী নিয়ে কাজ করেন, তাঁরা নিঃস্বার্থভাবে কাজ করেন। তাঁদের ওপর আঘাত মানে জাতীয় মূল্যবোধের ওপর আঘাত।’
খাগড়াছড়ির রাসেলসহ সব পরিবেশকর্মীকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়ার দাবি জানান বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘রাসেলকে কাজ করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।
সরকার যদি আমাদের দাবি না মানে, আজ চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করছি, ভবিষ্যতে খাগড়াছড়ির বন বিভাগের কর্মকর্তাদের কার্যালয় ঘেরাও করা হবে।’
মানববন্ধনে অংশ নেওয়া অপর সংগঠনগুলো হলো বাংলাদেশ পরিবেশ ফোরাম, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, অগ্নিবীণা পাঠাগার, গ্রীন ফিঙ্গারস, পরিবেশ ফোরাম ৮৮, সেভ দ্য নেচার, বাংলাদেশ ওয়াইল্ড ওয়াচ, স্নেক রেসকিউ টিম বাংলাদেশ ও পুকুর রক্ষা আন্দোলন।
বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক ও বেলার নেটওয়ার্কিং মেম্বার আলীউর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাইকা গবেষক পরিবেশবিদ অধ্যাপক নোমান আহমেদ সিদ্দিকী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব পুকুর রক্ষা আন্দোলনের সভাপতি আবদুল আলীম, ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিঠুন দাশগুপ্ত, বাংলাদেশ পরিবেশ ফোরামের চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার দাশ, গ্রিন ফিঙ্গারসের কো ফাউন্ডার আবু সুফিয়ান, রিতু ফারাবি, সাংবাদিক ও সংগঠক প্রীতম দাশ, সেভ দ্য নেচারের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন, পরিবেশ ফোরাম ৮৮–এর পরিচালক মঞ্জুরুল কবির প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়িতে মাহফুজ রাসেলের ওপর হামলা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে আসছেন।