শিশুদের ওপর সহিংসতা সহ্য করা হবে না: সায়মা ওয়াজেদ

ভার্চ্যুয়ালি যুক্ত থেকে বাংলাদেশে শিশু সুরক্ষায় প্রথম জাতীয় সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য ও অটিজমবিষয়ক মহাপরিচালকের উপদেষ্টা সায়মা ওয়াজেদ।

দেশে শিশুদের ওপর সহিংসতা, নির্যাতন, অবহেলা ও শাসন বন্ধ করা চ্যালেঞ্জ বলে মনে করেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য ও অটিজমবিষয়ক মহাপরিচালকের উপদেষ্টা সায়মা ওয়াজেদ। তিনি বলেন, শিশুদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে। তাদের ওপর সহিংসতা সহ্য করা হবে না।

আজ সোমবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশে শিশু সুরক্ষায় প্রথম জাতীয় সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে সায়মা ওয়াজেদ এসব কথা বলেন। সায়মা ওয়াজেদ এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

গৃহসহিংসতা, লিঙ্গভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ, দারিদ্র্য ও স্কুল থেকে ঝরে পড়া সমস্যায় ভুগছে দেশের শিশুরা বলে প্রবন্ধে উল্লেখ করেন সায়মা ওয়াজেদ। তিনি বলেন, অবশ্য এসব সমস্যা সমাধানে বাংলাদেশ কাজ করছে, বেশ অগ্রগতিও রয়েছে।
শিশুদের উন্নয়ন ও কল্যাণে বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে সায়মা ওয়াজেদ বলেন, ‘শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। তাহলে শিশুরা কোথায় খেলবে? প্রতিটি শিশুই সম্ভাবনাময়। তাদের জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে। শিশুদের উন্নয়নে সব অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে। কারণ, শিশুরা আমাদের ভবিষ্যৎ ও সম্পদ।’ তাদের বিষয়ে আরও সচেতন হতে হবে বলেও মনে করেন সায়মা ওয়াজেদ।

শিশু সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ সরকারকে ইইউ সহযোগিতা করে যাবে বলে জানান বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে শিশুরা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশুদের ওপর সহিংসতা, নির্যাতন ও শোষণ থেকে সুরক্ষায় আমাদের আজকের এই অনুষ্ঠান একটি ভালো সুযোগ, বিশেষ করে সবচেয়ে অরক্ষিত ও শারীরিকভাবে অক্ষম শিশুদের জন্য।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, সমাজকর্মীরা প্রান্তিক শিশুদের কাছে পৌঁছে গেছেন। বহুসংখ্যক সমাজকর্মী শিশুদের সুরক্ষায় কাজ করছেন, এমন সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনব্যাপী এ অনুষ্ঠান