কোহিনূর কেমিক্যালের ‘বার্ষিক সেলস অ্যান্ড মার্কেটিং কনফারেন্স’ অনুষ্ঠিত
‘বিজয়ের প্রত্যয়ে বাধা পেরোই একসাথে’—স্লোগান সামনে রেখে কক্সবাজারের হোটেল সি প্যালেসে গত মঙ্গলবার কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ‘বার্ষিক সেলস অ্যান্ড মার্কেটিং কনফারেন্স ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
২০২২-২৩ অর্থবছরের মাঠ ও ব্র্যান্ড পর্যায়ে যেসব বিক্রয় ও বিপণন কর্মকর্তা এবং কর্মী পণ্য বিক্রির ক্ষেত্রে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছেন, তাঁদের সনদ এবং উপহার দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম।
এ সময় করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক এম এ খায়ের, বিক্রয় ও বিপণন বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম জিয়াউল হাফিজসহ প্রধান কার্যালয় এবং মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছিল প্রোডাক্ট-নলেজের ওপর মাসিক লিখিত পরীক্ষার পুরস্কার বিতরণ এবং র্যাফল ড্রসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।