সোয়া ১২ লাখ প্রিপেইড মিটার বসাতে ঋণচুক্তি
প্রিপেইড গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে আজ ৩০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ১২ লাখ ২৮ হাজার মিটার বসানো হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। এতে বলা হয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিভাগের সচিব শরিফা খান ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ প্রকল্পের আওতায় বিতরণ কোম্পানির গ্রাহকদের সংযোগে গ্যাস মিটার স্থাপন করা হবে। যার মধ্যে তিতাস গ্যাসের ৩০ শতাংশ আবাসিক গ্রাহকের জন্য ১১ লাখ মিটার এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির আবাসিক গ্রাহকের জন্য ১ লাখ ২৮ হাজার প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হবে।
রাজধানী ঢাকা ও আশপাশের জেলা এবং ময়মনসিংহে গ্রাহকদের গ্যাস সরবরাহ করে সবচেয়ে বড় গ্যাস সংস্থা তিতাস। আর রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়ায় গ্যাস সরবরাহ করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি।
এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের গর্বিত অংশীদার হবে জ্বালানি খাত। বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বাড়ানো হবে।