পুলিশের ঊর্ধ্বতন ৭০টি পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। খুলনা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) খ. মহিদ উদ্দিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পাওয়া ৭ কর্মকর্তা এবং পুলিশ সুপার পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ২৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। এরও আগে ৩ আগস্ট এক প্রজ্ঞাপনে পুলিশের ৪০ কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন।