জামায়াত নেতা আজহারুল ও বিএনপির ১০ নেতা–কর্মীর কারাদণ্ড

এ টি এম আজহারুল ইসলামফাইল ছবি

১৪ বছর আগে গাড়িতে আগুন দেওয়ার একটি মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম এবং বিএনপির ১০ নেতা-কর্মীকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় খালাস পেয়েছেন অন্য সাত আসামি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার এই রায় দেন।

প্রথম আলোকে রায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী খন্দকার মোজাম্মেল হোসেন। তিনি জানান, রায় ঘোষণার পর আজহারুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন মোবারক হোসেন, হাসান আল মামুন, আবু তাহের মেজবাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিম, সাইফুল ইসলাম, মো. জরিপ, আবুল কাশেম, আশরাফুজ্জামান ও রেদুয়ান। তাঁরা সবাই পলাতক। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০১০ সালের ১৩ নভেম্বর রাজধানীর মালিবাগ এলাকায় বিএনপির নেতা-কর্মীরা দুটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম বিএনপির ১০০ জন অজ্ঞাতনামা নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৩০ জুন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

অভিযোগপত্রে বলা হয়, হাইকোর্টের আদেশে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন বুঝে নেওয়ার কারণে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা মালিবাগে দুটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেন। পুলিশের কাজে বাধা দেন। এই মামলায় এ টি এম আজহারুল হকসহ ১৮ জনের বিরুদ্ধে গত বছরের ৩০ নভেম্বর অভিযোগ গঠন করেন আদালত।

রাষ্ট্রপক্ষ অভিযোগপত্রভুক্ত  ১৪ জন সাক্ষীর মধ্যে ৪ জন সাক্ষীকে আদালতে হাজির করে। চারজনই পুলিশ বাহিনীর সদস্য। মামলার সাক্ষ্য গ্রহণ হয় গত বছরের ডিসেম্বর মাসে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।