বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের দোয়া মাহফিল ও বিশেষ সভা

চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের আরোগ্য কামনা করা হয়েছে
ফাইল ছবি: প্রথম আলো

চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুমের রুহের মাগফিরাত এবং বরেণ্য চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের আরোগ্য কামনায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির দোয়া মাহফিল ও বিশেষ সাধারণ সভা হয়েছে।

গত মঙ্গলবার জাতীয় শিল্পকলা একাডেমির নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে এই দোয়া মাহফিল ও বিশেষ সাধারণ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফায়জুদ্দিন মিঞা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আকবর হোসেন পাঠান দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। জোটের সভায় ফায়জুদ্দিন মিঞাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদকের পদটি দীর্ঘদিন খালি থাকায় বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম খালেকুজ্জামানকে সর্বসম্মতিক্রমে জোটের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

এ ছাড়া সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।