সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ ফেব্রুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘কিশোর গ্যাং’প্রশ্রয় দেন ঢাকার ২১ কাউন্সিলর

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বছর সাতেক আগে ১১ জন ব্যক্তি মিলে ৪ শতাংশ জমি কেনেন। তিন মাস আগে সেই জমিতে ভবন নির্মাণ করতে গেলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় ‘গাংচিল বাহিনী’র সদস্যরা। জমির মালিকেরা পাঁচ লাখ টাকা চাঁদা দিয়ে ভবনের নির্মাণকাজ শুরু করতে পেরেছেন।
বিস্তারিত পড়ুন...

তিন বছরে ২৯ হাজার ফ্রিল্যান্সার হবেন, যেভাবে প্রশিক্ষণ পাওয়া যাবে

ফ্রিল্যান্সিং
ফাইল ছবি

আগামী তিন বছরে দেশে প্রায় ২৯ হাজার তরুণ ফ্রিল্যান্সার তৈরি করবে সরকার। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে তরুণেরা দেশে থেকেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করতে পারবেন। বদৌলতে বিদেশি মুদ্রা তাঁরা আয় করবেন। এই প্রশিক্ষণ নিতে কোনো টাকাপয়সা লাগবে না; বরং উল্টো দৈনিক মোট ৫০০ টাকা করে ভাতা পাবেন তাঁরা।
বিস্তারিত পড়ুন...

‘কেরামতি দেখে’ দেড় কোটি টাকা অন্যের হাতে তুলে দেন তিনি

প্রতীকী ছবি
গ্রাফিক্স: মাহাফুজার রহমান

এক বালতি পানির মধ্যে কিছু কাগজ ও এক হাজার টাকার নোট ছেড়ে দেন। কিছুক্ষণ পর পানিতে ভেসে ওঠে অনেকগুলো এক হাজার টাকার নোট। এমন চমক জাগানোর মতো কেরামতি দেখিয়ে আবদুল খালেক খান ও তাঁর পরিবারের সদস্যদের আস্থা অর্জন করেন তরিকুল ইসলাম। এরপর ফাঁদে ফেলে তাঁর কাছ থেকে ১ কোটি ৬৪ লাখ টাকা নেন তিনি। বিস্তারিত পড়ুন...

ধানমন্ডির এই বাড়িটি কি কেউ খেয়াল করেছেন

ধানমন্ডির এই বাড়িটি নাম টাইগার ডেল
ছবি: কবির হোসেন

আবাসিক এলাকা হলেও আকাশছোঁয়া সব আবাসনের কারণে ধানমন্ডিতে এখন খোলা আকাশ কম। এরই মধ্যে এখনো দোতলা, তিনতলা হাতে গোনা কয়েকটি বাড়ি ‘ঠিকই টিকিয়া রহিয়াছে’। টিকে থাকলেও রাস্তা বাদে তিন দিকে বহুতল ভবনের চাপে একসময়ের অভিজাত বাড়িগুলোর এখন চিড়েচ্যাপটা দশা। বিস্তারিত পড়ুন...

গাজী আশরাফ প্রধান নির্বাচক হওয়ার খবরে বিস্মিত খালেদ মাহমুদ

দুর্দান্ত ঢাকার অনুশীলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান
দুর্দান্ত ঢাকা

খালেদ মাহমুদের অনেক পরিচয়ের একটি হচ্ছে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যানও। কিন্তু তিনি নাকি প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেনের নিয়োগের ব্যাপারে কিছুই জানতেন না! তিনি প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারকেই প্রত্যাশা করেছিলেন। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন