পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবল বাংলাদেশি বার্জ
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী মুড়িগঙ্গা নদীতে একটি বাংলাদেশি বার্জ ডুবে গেছে। ‘এমভি সোহান মালতি’ নামের বার্জটি পশ্চিমবঙ্গের বজবজ থেকে ছাই (ফ্লাই অ্যাশ) নিয়ে ফিরছিল।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে মুড়িগঙ্গা নদীতে বার্জটির তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে। পানি ঢুকে বার্জটি দুলতে থাকে। আজ শুক্রবার সকালে বার্জটি প্রায় পুরোটা ডুবে যায়।
বার্জটিতে আটজন নাবিক ছিলেন। তাঁদের সবাই নিরাপদে আছেন। স্থানীয় প্রশাসন ও উপকূলরক্ষী বাহিনী তাঁদের উদ্ধার করে তীরে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।