আন্দোলনের মুখে খালি হওয়া রেজিস্ট্রার পদে সহ-উপাচার্য

সহ-উপাচার্য মোহাম্মদ আবদুল বাকী
ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদত্যাগ করার পর পদটিতে সহ-উপাচার্য মোহাম্মদ আবদুল বাকীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সহ-উপাচার্যের পদের পাশাপাশি রেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তিনি। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. দিদার-উল-আলম স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি নেওয়াজ মোহাম্মদ বাহাদুর নতুন সিদ্ধান্তের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহ-উপাচার্য রেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে গতকাল সোমবার দুপুরে পদত্যাগ করেছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা মোহাম্মদ জসিম উদ্দিন। তাঁর পদত্যাগসহ আট দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গত ৩১ জানুয়ারি থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন।

বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে—কর্মচারী ইউনিয়ন ও সমিতির অনুমোদন দেওয়া, মাস্টাররোল ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের স্থায়ী করা, নিয়োগ ও পদোন্নতি নীতিমালা সংশোধন করা, কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট কমিটি কর্মকর্তাদের দিয়ে পুনর্গঠন এবং গ্রেড সমন্বয় করা।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাকি দাবিগুলো পূরণ করার আশ্বাস দেওয়ায় লাগাতার আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।