ডেঙ্গুতে চলতি মাসে একদিনে আবার ৩ মৃত্যু দেখল দেশ

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীফাইল ছবি: প্রথম আলো

দেশে এক দিনে আরও ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়। তাঁদের সবার মৃত্যু হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এর আগে ৩ মে এক দিনে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।

এ নিয়ে চলতি মে মাসে এ পর্যন্ত ৮ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। আর চলতি বছরে মোট মারা যাওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩২–এ। এই ৩২ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ১৮ জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু নিয়ে হাসপতালে ভর্তি হয়েছেন ২১ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ জন ভর্তি হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া বরিশাল বিভাগে ৫, উত্তর সিটিতে ৪, চট্টগ্রাম বিভাগে ৩ এবং ঢাকা মহানগরের বাইরে ও খুলনা বিভাগে ১ জন করে রয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৫ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২০ জন। এ নিয়ে চলতি বছর ২ হাজার ৩৭৭ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড় পেলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ২৪৬ জন এ রোগে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন। তবে ডেঙ্গুর এসব রেকর্ড ভেঙে যায় গত বছর (২০২৩)। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মারা যান ১ হাজার ৭০৫ জন।

আরও পড়ুন