এআইইউবিতে নারী দিবস উপলক্ষে ‘ইওর স্টোরি ম্যাটারস’ শীর্ষক আলোচনা সভা
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে ‘ইওর স্টোরি ম্যাটারস’ শীর্ষক প্যানেল আলোচনার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আলোচনার আয়োজন করে উইমেন ফোরাম।
এআইইউবি ট্রাস্টি বোর্ডের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস ও ডেপুটি চিফ অব পার্টি লেসলি রিচার্ডস, এআইইউবির সাবেক শিক্ষার্থী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আইভিডি প্রকল্পের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মালিহা মেহেরিন বুশরা এবং এআইইউবির প্রক্টর এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক মনজুর এইচ খান অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ফারহিন হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক এ বি এম সিদ্দিক হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।