বগুড়ায় বিএনপির নিখোঁজ দুই নেতার বিষয়ে আইজিপিকে প্রতিবেদন দিতে নির্দেশ
বগুড়ার কাহালু উপজেলা বিএনপির নিখোঁজ সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন এবং উপজেলার বীরকেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারির মধ্যে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নিখোঁজ দুই নেতার সন্ধান জানতে পৃথক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ আদেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার ওই দুই নেতার পরিবারের সদস্যেরা পৃথক দুটি রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও মো. মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী।
আনোয়ার হোসেন ওরফে হৃদয় ও দেলোয়ার হোসেনকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিতে তাঁদের আদালতে হাজির করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। স্বরাষ্ট্রসচিব, আইজিপিসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
গতকাল রিট দায়েরের পর রিট আবেদনকারীদের আইনজীবী কায়সার কামাল প্রথম আলোকে বলেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেনকে ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় বলে দাবি তাঁদের পরিবারের।
এরপর পরিবারের সদস্যেরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে আজ (গতকাল) পর্যন্ত তাঁদের আদালতে উপস্থাপন করা হয়নি। তাঁদের বিরুদ্ধে কোনো মামলাও ছিল না। তাঁদের সন্ধান চেয়ে পরিবারের সদস্যেরা পৃথক রিট করেছেন।