প্রেস ব্রিফিং ডেকে হঠাৎ বাতিল করল হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা প্রেস ব্রিফিং হঠাৎ বাতিল করা হয়েছে।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ভবন মার্কেটের দ্বিতীয় তলায় এই ব্রিফিং হওয়ার কথা ছিল। কিন্তু বেলা ১১টার দিকে তা বাতিলের কথা জানানো হয়।

আজ সকাল ১০টার দিকে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সভা শুরু হয়। হেফাজতের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সভায় সভাপতিত্ব করেন। সভায় হেফাজতের উচ্চপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে বেলা আড়াইটার দিকে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের প্রেস ব্রিফিং করার কথা ছিল। এ বিষয়ে সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন গণমাধ্যমকে জানানো হয়।

তবে বেলা ১১টার দিকে জানানো হয়, ব্রিফিং বাতিল করা হয়েছে। পরবর্তী সময় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সভার সিদ্ধান্ত বিস্তারিতভাবে বিভিন্ন গণমাধ্যমকে জানানো হবে।

জানতে চাইলে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মহীউদ্দিন রব্বানী আজ দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, ‘প্রেস ব্রিফিংয়ের বিষয়ে কিছু জানি না। সভার বিষয়ে প্রেস রিলিজ পাঠানো হবে।’

হেফাজতে ইসলামের একটি সূত্র জানায়, সংগঠনের মহাসচিবের প্রেস ব্রিফিং করার সিদ্ধান্ত ছিল। কিন্তু এই সিদ্ধান্ত হঠাৎ বদলানো হয়।

হঠাৎ কেন প্রেস ব্রিফিং বাতিল করা হলো, কারও চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের কেউ কিছু বলছেন না।

আজকের সভায় কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানতে চাইলে হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা গোলাম রব্বানী বলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির আকার বাড়ানো হয়েছে।

পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কারাগারে থাকা হেফাজতের নেতা-কর্মীদের মুক্তির জন্য দাবি জানানোর সিদ্ধান্ত হয়েছে।