সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হওয়া সংক্রান্ত খবরগুলোতে পাঠকের বেশি আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

পশ্চিমবঙ্গে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম, তথ্য পেয়েছে পুলিশ

সংসদ সদস্য আনোয়ারুল আজিম
ছবি: সংগৃহীত

ভারতে গিয়ে আনোয়ারুল আজিমের নিখোঁজের ঘটনায় তদন্ত-সংশ্লিষ্ট একটি পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে পুলিশ বাংলাদেশে আটক করেছে। আটক হওয়া ওই দুই ব্যক্তি সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন। বিস্তারিত পড়ুন...

শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে কী ঘটেছিল, জানালেন অন্য হেলিকপ্টারে থাকা কর্মকর্তা

ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে
ছবি: এএফপি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কী ঘটেছিল, সে সম্পর্কে বিস্তারিত খুব কমই জানা গেছে। এবার এ ঘটনার খুঁটিনাটি নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ গোলাম হোসেইন ইসমাইলি। বিস্তারিত পড়ুন...

রাজীব গান্ধীর ওপর আত্মঘাতী হামলার আগের রাতে সিনেমা দেখেন খুনিরা

রাজীব গান্ধী
ছবি: কংগ্রেসের ওয়েবসাইট থেকে নেওয়া

রাত ১০টার দিকে রাজীব গান্ধী অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় মানুষ তাঁর গলায় মালা দিতে ভিড় শুরু করেন। পুলিশ কর্মকর্তা আনসুয়া আবার ধানুকে বাধা দেন, যেন রাজীবের কাছাকাছি যেতে না পারেন। কিন্তু রাজীব গান্ধী তাঁকে বলেন, সবাইকে সুযোগ দিন। বিস্তারিত পড়ুন...

লাফ দেওয়ার আগে ‘বাঘ’ তো একটু পেছাবেই

টি–টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর শেরেবাংলা স্টেডিয়ামে ফটোসেশন করেছে বাংলাদেশ দল। প্রত্যাশা পূরণ করতে পারবেন তো সাকিবরা
প্রথম আলো

পিটার ডেলা পেনা ইএসপিএনক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ গতকাল তাঁর পোস্ট দেখে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা একগাল হেসে নিতে পারেন, ‘টেক্সাসে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে যুক্তরাষ্ট্র হারিয়েছে বাংলাদেশকে। বিশ্বাস করুন।’ বিস্তারিত পড়ুন...

সরকারি কর্মচারীরা কি নিজেরা নিজেদের বিপদে ফেলছেন

বেসরকারি চাকরিজীবীদের নিয়ে লেখালেখি করতে গিয়ে মাঝেমধ্যে সরকারি কর্মচারীদের থেকেও আমাকে অনুরোধ করা হয় তাঁদের সমস্যা নিয়ে লিখতে। তাঁদের বহুদিনের দাবি নতুন পে স্কেল। বর্তমান সময়ে আসলে সৎ কর্মচারীদের জন্য চলতে পারাটাই কঠিন। কিন্তু এই কাজগুলো কি দ্বারাই কঠিন হয়নি? বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন