বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী পরিষদ

সভাপতি শামসুর রহমান (বাঁয়ে), মহাসচিব নূরুল ইসলাম
ছবি: বিজ্ঞপ্তি

বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার কর্মকর্তাদের উপস্থিতিতে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে (ফিমা) ২০২৫-২৬ বর্ষের বিসিএস: অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। গতকাল শনিবার সর্বসম্মতিক্রমে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এ এইচ এম শামসুর রহমানকে সভাপতি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. নূরুল ইসলামকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া নির্বাহী পরিষদের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যুগ্ম সচিব অর্থ বিভাগ মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) ফারমীন মাওলা, এফএঅ্যান্ডসিএও (প্রকল্প) সৈয়দ মুস্তাফা মাহবুব আলী, এসএফসি (এয়ার) সোহেল আহমেদ। এ ছাড়া যুগ্ম সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সিএএফও (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার, ডিসিএ (চট্টগ্রাম) এস এম মনজুর আহমেদ, সিএএফও (জনপ্রশাসন মন্ত্রণালয়) মো. খাদেমুল করিম ইকবাল। কোষাধ্যক্ষ পদে ডিসিএ (বরিশাল) এ কে এম জুবায়ের, প্রচার সম্পাদক পদে সিএএফও (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) আ ন ম শহীদুর রহমান, ক্রীড়া ও কল্যাণ সচিব পদে সিনিয়র কনসালট্যান্ট মো. হাসান নাজমুল কবির, সমাজকল্যাণ সম্পাদক পদে সিএএফও (ইআরডি) মুনান হাওলাদার, দপ্তর সচিব পদে রাজস্ব অডিট অধিদপ্তরের পরিচালক কাজী কাইয়ুম হোসেন, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সচিব পদে সাংবিধানিক প্রতিষ্ঠান অডিট অধিদপ্তরের পরিচালক পাপিয়া মনোয়ারা, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে ফাপাড পরিচালক হোসেইন আহমেদ এবং প্রকাশনা সচিব পদে নির্বাচিত হয়েছেন উপপরিচালক (ফিমা) মো. জেনিথ আলম মিয়া। এ ছাড়া পরিষদে নির্বাহী সদস্য হিসেবে ১৮ জন নির্বাচিত হয়েছেন।