কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা
চট্টগ্রামে দুর্নীতির মাধ্যমে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মো. শাহ আলম (৫৯) নামের এক সাবেক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (চট্টগ্রাম-১) সহকারী পরিচালক মো. এমরান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
শাহ আলম কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা। তিনি সর্বশেষ চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখায় দায়িত্ব পালন করেছেন। শাহ আলম ১৯৮৪ সাল থেকে জুন ২০১৫ পর্যন্ত প্রায় ৩১ বছরে বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করেন।
প্রায় এক কোটি টাকার অবৈধ সম্পদ থাকায় তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহ আলমের স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি যাচাই করার পর তাঁর গ্রহণযোগ্য সম্পদের বাইরে ১ কোটি ৭ লাখ ৪১ হাজার টাকার সম্পত্তি পাওয়া গেছে। এ আয়ের কোনো গ্রহণযোগ্য নথি দেখাতে পারেননি তিনি। অসংগতিপূর্ণ এই সম্পদ অর্জন ও দখল করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার বাদী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (চট্টগ্রাম-১) সহকারী পরিচালক মো. এমরান হোসেন প্রথম আলোকে বলেন, চাকরির আয় ছাড়া শাহ আলমের দৃশ্যমান কোনো আয় পাওয়া যায়নি। চট্টগ্রামের আগ্রাবাদে একটি ফ্ল্যাট এবং কুমিল্লার মুরাদনগরে বাড়ি, জমিসহ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে সাবেক এই পুলিশ কর্মকর্তার।
দুদক সূত্র জানায়, ২০২২ সালের ২৩ মে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে সাবেক পুলিশ কর্মকর্তা শাহ আলম নিজ নামে ৭১ লাখ ৫ হাজার ৬৫০ টাকার স্থাবর সম্পদ এবং ১ কোটি ২৮ লাখ ৫৭ হাজার টাকার অস্থাবর সম্পদসহ মোট ১ কোটি ৯৯ লাখ ৬২ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন এবং ১৬ লাখ ৯৭ হাজার টাকা ঋণ থাকার ঘোষণা দেন। তবে এর মধ্যে ১ কোটি ৭ লাখ ৪১ হাজার টাকার মূল্যের সম্পদ আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ, যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।