বাংলাদেশ সরকার নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা দেখিয়েছে: রুশ পর্যবেক্ষক

ছবি: ইউএনবি

বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা দেখিয়েছে বর্তমান সরকার। শনিবার রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান আন্দ্রেই শুতভ এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নির্বাচন যে স্বচ্ছ ও বৈধ হচ্ছে, তা তুলে ধরার জন্য, নির্বাচনব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার।

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে অবস্থান করছে রাশিয়ার তিন সদস্যের একটি প্রতিনিধিদল। এই দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আন্দ্রেই শুতভ। তিনি রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য। শুতভ বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে পুরো বিশ্বের আগ্রহ রয়েছে।

আন্দ্রেই শুতভ বলেছেন, ‘আমরা ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করব এবং ভোট কেমন হচ্ছে, তা দেখতে ঢাকার বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করব।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রতিটি ভোটকেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল ও ভোটারের ওপর নজর রাখব। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা পর্যবেক্ষণ করব।’

রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, আন্দ্রেই শুতভ বলেছেন, ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে আমাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। আমরা বেশ কয়েকটি দেশ সফর করেছি। বাংলাদেশের নির্বাচন কেমন হবে, তা সেই অভিজ্ঞতার আলোকে পর্যবেক্ষণ করতে প্রস্তুত রয়েছি আমরা।’