সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল দেশে ৭৬ বছরের মধ্যে রেকর্ডভাঙা তাপপ্রবাহের খবরটি। আরও ছিল গাজীপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের খবরটি। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

দেশে ৭৬ বছরের মধ্যে রেকর্ডভাঙা তাপপ্রবাহ

সকাল থেকেই তপ্ত রোদ। প্রশান্তি পেতে ভৈরব নদে নেমে আপন মনে পানিতে সাঁতার কাটছে এক কিশোর। হার্ডবোর্ড ঘাট , খুলনা শহর, ২৬ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন

কখন যে বৃষ্টি হবে—এমন হাপিত্যেশ আজ দেশজুড়েই বলা যায়। কারণ আবহাওয়াবিদেরা বলছেন, এবার এই এপ্রিল মাসে টানা যত দিন তাপপ্রবাহ হয়েছে, তা গত ৭৬ বছরে হয়নি। গত বছর (২০২৩) একটানা ১৬ দিন তাপপ্রবাহ হয়েছিল। এবার তাপপ্রবাহ শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। বিস্তারিত পড়ুন...

স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার, চিরকুটে পাশাপাশি কবর দেওয়ার অনুরোধ

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা বেগুনবাড়ি এলাকার একটি ভবনের কক্ষ থেকে আজ সকালে স্বামী–স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তার পাশে বেগুনবাড়ি এলাকায় একটি বহুতল ভবনের নিচতলা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার হয়েছে। লাশের পাশে চিরকুট পেয়েছে পুলিশ। এতে পাশাপাশি দুজনকে কবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন...

বিজেপি সরকার নিয়ে যা বললেন বেঙ্গালুরুর এক মুসলিম ভোটার

বেঙ্গালুরুর ভোটকেন্দ্রের বাইরে সাদ্দাম হুসেন। কর্ণাটক, ভারত, ২৬ এপ্রিল
ছবি: রয়টার্স

ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা প্রথম দিকের ভোটারদের একজন ছিলেন সাদ্দাম। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা ১০ বছর ধরে বিজেপিকে দেখেছি। আমরা শুধু ঘৃণামূলক বক্তব্য, মিথ্যা ও অপূর্ণ প্রতিশ্রুতি দেখেছি। তারা (বিজেপি) ধর্মের নামে দেশ ও মানুষকে বিভক্ত করেছে।’ বিস্তারিত পড়ুন...

বিতর্কিত ক্যাচের ছবি দিয়ে মুশফিক লিখলেন ‘মাশা আল্লাহ’

আজ ফেসবুকে নিজের অফিশিয়াল পেজ থেকে আবু হায়দারের নেওয়া ওই ক্যাচের একটি স্ক্রিনশট পোস্ট করেন মুশফিক। তাতে লাল বৃত্ত দিয়ে আবু হায়দারের পায়ের কাছে চিহ্নিত করেন। সঙ্গে লেখেন, ‘মাশা আল্লাহ।’ এর সঙ্গে ‘স্যালুট’ দেওয়ার তিনটি ইমোজিও জুড়ে দেন। গতকালের আউট নিয়ে যে এখনো ক্ষোভ রয়ে গেছে তাঁর, সেটি স্পষ্টই। বিস্তারিত পড়ুন...

শাকিব-অপুর বিয়ে হয়েছিল যে পরিস্থিতিতে

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন বাংলাদেশি ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস।
কোলাজ

দুজনার দুটি পথ বেঁকে গেলেও শাকিবকে এখনো হৃদয়ে ধারণ করেন অপু। সন্তান জয়ের সুবাদে শাকিবের পরিবারের সঙ্গেও আছে তাঁর ঘনিষ্ঠতা। সেসব আবার টেলিভিশনের অনুষ্ঠানগুলোয় গিয়ে ফলাও করে প্রচারও করেন এই নায়িকা। প্রতিনিয়তই দিয়ে যাচ্ছেন নতুন নতুন তথ্য। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন