বাউফলে দশম শ্রেণির দুই ছাত্রকে হত্যার ঘটনায় আরও এক কিশোর গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় দশম শ্রেণির দুই ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় আরও এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে আটটার দিকে তাকে বাউফল থানায় আনা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করা হলো। এর আগে গতকাল শুক্রবার ভোরে উপজেলার মমিনপুর চর থেকে ট্রলারে ভোলায় পালানোর সময় এক কিশোর ও বাউফলের ইন্দ্রকুল এলাকা থেকে অন্য কিশোরকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দশম শ্রেণির দুই শিক্ষার্থী খুনের ঘটনায় সব মিলিয়ে তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সূত্রে জানা গেছে, গায়ে ধাক্কা লাগার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে গত বুধবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে একই বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজ, মারুফ, এনামুল ও সিয়ামের ওপর হামলা চালায়। এ সময় পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারুফ, সিয়াম ও নাফিজকে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মারুফ ও নাফিজকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত নাফিজের মা নার্গিস বেগম বাদী হয়ে ছয় কিশোরের নাম উল্লেখ করে ও তিন কিশোরকে অজ্ঞাতনামা আসামি করে গতকাল সকালে বাউফল থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন
আরও পড়ুন