সনদ–বাণিজ্যের অভিযোগে স্ত্রী গ্রেপ্তার: ওএসডি হতে যাচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সনদ–বাণিজ্যে জড়িত অভিযোগে স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হতে যাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সোমবার এ বিষয়ে আদেশ জারি করা হতে পারে। ওই বোর্ডের আরেকজন কর্মকর্তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হতে পারে।
এর আগে শনিবার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী সোহেলা পারভীনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত রোববার এ আদেশ দেন।