জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও প্রভোস্টদের পদত্যাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিমের নেমপ্লেটছবি: আশিকুজ্জামান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু পদের কর্মকর্তারা পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের দাবির মুখে তাঁরা একযোগে পদত্যাগ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একটি সূত্র আজ রোববার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনুল ইসলাম, প্রক্টর জাহাঙ্গীর হোসেন ও অন্য সব সহকারী প্রক্টর, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট দীপিকা রানী ও সব হাউস টিউটর এবং জনসংযোগ দপ্তরের পরিচালক তানভীর হাসান।

২০২৩ সালের ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ও প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক সাদেকা হালিম। দায়িত্ব গ্রহণের মাত্র আট মাসের মাথায় তাঁকে পদত্যাগ করতে হলো।

সাদেকা হালিম প্রয়াত উপাচার্য ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হন। ক্যানসারে আক্রান্ত অধ্যাপক ইমদাদুল হক সম্প্রতি মারা গেছেন।