নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন
কারা অধিদপ্তরের কারা মহাপরিচালক পদে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে তিনি বিকেএসপির মহাপরিচালক পদে দায়িত্ব পালন করছেন।
আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয় ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেনকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগের জন্য তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে বর্তমান কারা মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।