তিন কোটি গাছের চারা রোপণের উদ্যোগ গ্রামীণ ব্যাংকের

গ্রামীণ ব্যাংকের অর্জন ও বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন। ঢাকা, ৯ আগস্ট
ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

জাতীয় শোক দিবস উপলক্ষে তিন কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে গ্রামীণ ব্যাংক। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক প্রথমবারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী ব্যাংকটির পক্ষ থেকে ২৭ কোটি ৪৩ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনে এ পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার ৪৭ কোটি টাকা জামানতবিহীন ঋণ বিতরণ করেছে। ব্যাংকটি চলতি বছরের জুন পর্যন্ত ৬৮ কোটি ৪৩ লাখ টাকা শিক্ষাবৃত্তি, ৪০২ কোটি টাকা উচ্চ ও নার্সিং শিক্ষাঋণ এবং ১২ কোটি ১৫ লাখ টাকা নবীন উদ্যোক্তা ঋণ দিয়েছে। ভিক্ষুকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ৮৩ হাজার ৩৬৭ জন ভিক্ষুককে বিনা সুদে ১৮ কোটি ৭৭ লাখ টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি।

গ্রামীণ ব্যাংকের অর্জন ও বিভিন্ন বিষয় নিয়ে বুধবার গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক মো. জসিম উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেহ উদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক মো. ছাইদুজ্জামান ভূঞা, উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ প্রমুখ।