গৌরনদীতে সাংবাদিকের পা ভেঙে দেওয়ার অভিযোগে ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীর নামে মামলা

বরিশাল জেলার মানচিত্র

বরিশালের গৌরনদী উপজেলায় এক সাংবাদিকের পা ভেঙে দেওয়ার অভিযোগে ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন বরিশাল মেট্রো নামে একটি অনলাইন পোর্টালের সাংবাদিক মো. ফারুক হাসান।

মামলায় ছাত্রলীগের আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে। হামলায় জড়িত থাকায় বহিষ্কার করা হয়েছে গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশেদ হাওলাদারকে।

মামলার এজাহারের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) কে এম আবদুল হক প্রথম আলোকে বলেন, ফারুক হাসান বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে একটি লাইভ প্রচার করছিলেন। সেখানে ছাত্রলীগ নেতা রাশেদ হাওলাদারের নাম প্রচার না করায় রাশেদ তাঁর সহযোগীদের নিয়ে এই সাংবাদিকের ওপর হামলা চালান।

মামলার আসামিরা হলেন, গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশেদ হাওলাদার, পৌর ছাত্রলীগ কর্মী শামীম দেওয়ান, ছালাম খান, সাঈমুন তালুকদার, হেলাল তালুকদার, সজীব তালুকদার, রাব্বি সরদার ও অন্তর কাজী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাশেদ হাওলাদার হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘হামলার সঙ্গে আমি জড়িত নই।’

আহত ফারুক হাসান বলেন, ‘বিজয় দিবসের লাইভ অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা রাশেদের নাম না বলায় রাশেদের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রলীগ নেতা-কর্মী শনিবার বিকেলে আমাকে তুলে টরকী গার্লস স্কুল মাঠে নিয়ে বেদম মারপিট করে। একপর্যায়ে তাঁরা আমার একটি পা ভেঙে দেয়।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, হামলার ঘটনায় ফারুক হাসান বাদী হয়ে ১৩ ছাত্রলীগ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।