মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী, বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: বাসস/রয়টার্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আসা রাষ্ট্র-সরকারপ্রধানদের সম্মানে আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে এ অভ্যর্থনা অনুষ্ঠান হয়।

আরও পড়ুন

পরে হোটেল লোটে নিউইয়র্ক প্যালেসে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বাইডেন ও তাঁর স্ত্রী অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

আব্দুল মোমেন বলেন, এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে তাঁরা কী বিষয় নিয়ে কথা বলেছেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে বলেননি পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, বাইডেনকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেবেন। ২৪ সেপ্টেম্বর তিনি প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশ নিতে গত সোমবার লন্ডন থেকে নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী। লন্ডনে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন।