ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ: প্রক্টরিয়াল কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর ক্যাম্পাসে সন্দেহজনক কাউকে চিহ্নিত করা গেলে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতিতে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটির এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় নেওয়া অন্য সিদ্ধান্তগুলো হলো শিক্ষার্থীদের সমাবেশে কোনো ধরনের অস্ত্রশস্ত্র, যেমন লাঠিসোঁটা, ইট, আগ্নেয়াস্ত্র ইত্যাদি বহন করা নিষিদ্ধ; সবাইকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকতে হবে এবং কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেকোনো ধরনের গুজব ছড়ানো ও উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ–উপাচার্য (শিক্ষা) সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ ও প্রক্টরিয়াল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।