ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় শোক পালন আজ  

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজাসহ অন্যান্য স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে নিহত ফিলিস্তিনিদের স্মরণে আজ শনিবার দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

ফিলিস্তিনে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। ইসরায়েলি হামলায় আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ দোয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব আশরাফুল মমিন খানসহ ফাউন্ডেশনের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।