ভোলায় মেঘনা নদীতে গুলিতে যুবক নিহত, আহত তিন জেলে

গুলিপ্রতীকী ছবি

ভোলার সদর উপজেলার ধনিয়া ও কাচিয়া ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদীতে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জেলে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. হাসান (২৭)। তিনি সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সরোয়ার হোসেনের ছেলে। আহত জেলেরা হলেন একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাবুলের ছেলে মো. আব্বাস মাঝি (৪০), মো. নাছিরের ছেলে কাঞ্চন মাঝি (৩৫) ও মো. সোহেল (২২)। এই তিন জেলেকে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

নিহত ও আহত ব্যক্তিদের স্বজনেরা জানান, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের উত্তরে ও কাচিয়া ইউনিয়নের পূর্বে বয়ার চরে মেঘনা নদীতে আব্বাস মাঝি জাল পেতে অপেক্ষা করছিলেন। এ সময় একটি নৌকায় কিছু অপরিচিত লোকজন এসে কেন জাল পাতা হয়েছে জানতে চেয়ে তর্কে জড়ান। কথা-কাটাকাটির এক পর্যায়ে তাঁরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মো. হাসান মারা যান। কাঞ্চন ও সোহেল গুলিবিদ্ধ হন। আর আব্বাসকে বেধড়ক পেটানো হয়েছে।

আহত ব্যক্তিরা জানান, হামলাকারীরা জলদস্যু। তাঁরাই আব্বাস মাঝির নৌকার ওপর অতর্কিত গুলি চালিয়েছে।

তবে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, যদি জলদস্যু হামলা করত, তাহলে কোনো না কোনো মালামাল খোয়া যেতে। কিন্তু জেলেরা গুলিবিদ্ধ হয়ে হতাহত হলেও কোনো মাল খোয়া যায়নি। তা ছাড়া পুলিশি জেরায় বোঝা যাচ্ছে, জাল পাতা বিরোধের জেরে ধরে এ গুলি ছোড়া হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য পুলিশ ও নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।