পুলিশ পরিচয়ে ইসলামী আন্দোলন নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা দক্ষিণ সিটির ৬৯ নং ওয়ার্ড শাখার সভাপতি মিজানুর রহমান
ছবি: সংগৃহীত

পুলিশ পরিচয়ে রাজধানীর ডেমরা এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার দাবি করেছে দলটি। তাঁর নাম মিজানুর রহমান বলে জানানো হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক শহিদুল ইসলাম কবির প্রথম আলোকে বলেন, শনিবার দুপুরের দিকে মিজানুর রহমানকে সারুলিয়া বাজার থেকে পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। মিজানুর রহমান ইসলামী আন্দোলনের ডেমরা শাখার সভাপতি।

শহিদুল ইসলাম কবির এ সময় দাবি করেন, অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে ডিবির (পুলিশের গোয়েন্দা শাখা) পক্ষ তাঁদের জানানো হয় যে মিজানুর রহমানকে ডিবি গ্রেপ্তার করেছে।

বিষয়টি সম্পর্কে জানতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মিজানুর রহমান নামের কাউকে আটকের তথ্য জানা নেই তাঁর।