নারীর প্রতি এক দিনে ১১ সহিংসতা, মহিলা পরিষদের উদ্বেগ
দেশে এক দিনে নারীর প্রতি ১১টি সহিংসতার ঘটনা ঘটেছে উল্লেখ করে এ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মহিলা পরিষদ এ আহ্বান জানায়। মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ঘটনা খুবই উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে দেশে নারীদের অবস্থান এবং তাদের নিরাপত্তা হুমকির মুখে। নারীর প্রতি এমন বিরূপ আচরণ তাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করছে। নারীর ক্ষমতায়নের পথে এই ঘটনাগুলো প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত রাজধানীর তেজগাঁও, বরগুনা, নরসিংদী, গাইবান্ধা, বাগেরহাট, পিরোজপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, নোয়াখালী, নেত্রকোনা এবং চট্টগ্রামে নারীর প্রতি সহিংসতার ১১টি ঘটনার কথা উল্লেখ করা হয়।
এমন পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে বিবৃতিতে নারীদের প্রতি সহিংসতার বিষয়ে শূন্য সহিষ্ণুতার নীতি গ্রহণপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।