‘অসুস্থ’ মতিউর রহমান আকন্দকে মানবিক বিবেচনায় মুক্তি দেওয়ার দাবি
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আইনজীবী মতিউর রহমান আকন্দ অসুস্থ জানিয়ে মানবিক বিবেচনায় তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার দুপুরে কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখা আয়োজিত সভায় এ দাবি জানানো হয়। বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল জামায়াত সমর্থক আইনজীবীদের সংগঠন।
এর আগে গতকাল বুধবার সকালে রাজধানীর উত্তরার বাসা থেকে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি নিয়ে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মতিউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ সমিতি প্রাঙ্গণে ওই সভার আয়োজন করা হয়।
সভায় ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি জসীম উদ্দিন সরকার বলেন, মতিউর রহমান আকন্দ হৃদ্রোগে আক্রান্ত হলে দুই বছর আগে তাঁর অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি) করা হয়। সম্প্রতি তাঁর স্নায়বিক সমস্যা দেখা দেয়। সে কারণে গত মঙ্গলবার তিনি রাজধানীর একটি হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান করেন। ওই সব পরীক্ষার প্রতিবেদন নিয়ে বুধবার সকালে তিনি যখন হাসপাতালে যাওয়ার উদ্দেশে বের হচ্ছিলেন, তখন তাঁকে ধরে নেওয়া হয়।
মতিউরের মুক্তি দাবি করে জসীম উদ্দিন বলেন, ‘রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে, মানবিকভাবে বিবেচনা করে অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করছি। অন্যথায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, এর দায় কিন্তু কেউ এড়াতে পারবেন না।’ মতিউর রহমান আকন্দকে অবিলম্বে মুক্তি না দিলে পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে উল্লেখ করেন তিনি।
সভায় অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন (খোকন) অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার আসার পরই আইনজীবীদের গ্রেপ্তার করা শুরু হলো, মিথ্যা মামলা দেওয়া শুরু হলো। মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তার করা বা অন্য আইনজীবীকে গ্রেপ্তার করার মাধ্যমে আইনের শাসনে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে বলে মনে করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে মাহবুব উদ্দিন বলেন, কোনো রাজনৈতিক দলের জন্য অত্যুৎসাহী হয়ে কোনো কাজ করবেন না। যাঁরা অত্যুৎসাহী হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে থেকে আওয়ামী লীগ করতে চান, তাঁরা দয়া করে চাকরি ছেড়ে দিয়ে মুজিব কোট পরেন। জাতীয় পোশাকে থেকে, সরকারি পোশাকে থেকে আওয়ামী লীগ করবেন, সেই সুযোগ বাংলাদেশে নেই।
বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি মো. গিয়াউদ্দিন মিঠুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আবদুল বাতেন ও গোলাম রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মো. ইউসুফ আলী ও আইনজীবী শাহ আহমেদ বাদল বক্তব্য দেন।