বদলে যাওয়া সময়ের অফিস শুরু

সচিবালয়ের ফটকের সামনে গাড়ির সারি
ছবি: মোশতাক আহমেদ

বদলে গেছে সচিবালয়ের চিরচেনা রূপ। এত দিন সকাল নয়টায় অফিস শুরু হতো। কিন্তু নতুন নিয়মে আজ বুধবার সকাল আটটা থেকে অফিস শুরু হয়েছে। এ কারণে সকাল ৮টার আগে থেকেই সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদচারণ শুরু হয়।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য আজ থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল আটটা থেকে বেলা তিনটা। সাপ্তাহিক ছুটি এখনকার মতো শুক্র ও শনিবারই থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী অফিস চলবে। গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

এ ছাড়া ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে দেশের সব ব্যাংকের সময়সূচি সকাল নয়টা থেকে বেলা তিনটা। তবে লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কাজ করে বিকেল পাঁচটার মধ্যে সব কর্মকর্তা-কর্মচারী অফিস ছাড়বেন।

আজ সকাল আটটার দিকে সচিবালয়ের ফটকের সামনে দেখা যায় অনেক গাড়ির সারি। কর্মকর্তা-কর্মচারীরা তাড়াহুড়া করে সচিবালয়ে ঢুকছিলেন। ফটকের সামনে সাংবাদিকেরা এসব দৃশ্য ধারণ করছিলেন।

সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা এসেছেন। অনেকে আসছেন। দু-একজনের চেয়ার ফাঁকা দেখা যায়।

মন্ত্রণালয়টির এক চাকুরে জানালেন, তাঁর বাসা মিরপুরে। তিনি সরকারি বাসে আসা-যাওয়া করেন। আজ সকাল ৬টা ৫০ মিনিটে বাস ছাড়ে। সচিবালয়ে এসে পৌঁছান সকাল ৭টা ৫৫ মিনিটে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজমের দপ্তরে গিয়ে জানা গেল, তিনি অফিস করছেন।

আরও পড়ুন
আজ সকাল ৮টার আগে থেকেই সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদচারণা শুরু হয়
ছবি: মোশতাক আহমেদ

সকাল সাড়ে আটটার দিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের দপ্তরে গেলে কর্মকর্তারা জানান, তিনি সম্মেলনকক্ষে সভা করছেন।

সেখান থেকে তথ্য অধিদপ্তরে গেলে এক কর্মকর্তা জানালেন, তিনি রাস্তায় যানজটে পড়েছিলেন। সে জন্য পৌঁছতে সামান্য দেরি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দিকের দপ্তরে গিয়ে জানা গেল, তিনিও সকাল থেকে অফিস করছেন।

অবশ্য সকাল সকাল কোনো কোনো মন্ত্রণালয়ের কোনো কোনো কর্মকর্তা-কর্মচারীর পৌঁছতে কিছুটা দেরি হওয়ার কথা জানা গেছে।