মার্ভেল অব টুমরো সিজন-৪: কন্টেন্ট ক্রিয়েটরদের সাফল্য উদযাপনের আয়োজন
দেশের অন্যতম ইনফ্লুয়েন্সার ফেস্ট এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘মার্ভেল অব টুমরো’র চতুর্থ আসর শুরু হতে যাচ্ছে। ইস্টার্ন ব্যাংক পিএলসি নিবেদিত আয়োজনটির পাওয়ার্ড বাই হিসেবে থাকছে মেরিল। সহযোগিতায় আরএকে সিরামিকস এবং ড্রিভেন বাই পার্টনার হিসেবে রয়েছে ওমোডো এবং জাইকো।
প্রথম আসরে পুরস্কারের ১৫টি ক্যাটাগরি থাকলেও এবার থাকছে ২৬টি ক্যাটাগরি, যার মধ্যে নতুনভাবে যুক্ত হয়েছে অ্যাগ্রিকালচার, পডকাস্ট এবং ব্র্যান্ড প্রোমোটার এবং এন্টারটেইনমেন্ট কনটেন্ট, মিউজিক, ড্যান্স, ফ্যাশন ভ্লগার, ফ্যাশন ডিজাইনার, কুকিং, ফটোগ্রাফি, ইনফোটেইনমেন্টসহ অনেক গুরুত্বপূর্ণ ক্যাটাগরি। প্রাথমিক পর্যায়ে যাচাই করা হয়েছে ২০২৩ সালের জুন থেকে ২০২৪-এর ডিসেম্বর পর্যন্ত কনটেন্ট পারফরম্যান্সের ভিত্তিতে।
পাঁচ মাস ধরে চলা ডেটা অ্যানালাইসিস ও গবেষণার পর ২২ জন ইন্ডাস্ট্রি এক্সপার্টের বিচারক প্যানেল এই সিজনের সেরা ৮৪ জন কনটেন্ট ক্রিয়েটরকে মনোনীত করেন। এখন চলছে পাবলিক ভোটিং পর্ব, যেখানে দর্শকেরা নিজেদের প্রিয় ক্রিয়েটরকে ভোট দিয়ে জয়ী করতে পারবেন। পছন্দের ক্রিয়েটরকে ভোট দিতে ক্লিক করুন: https://marveloftomorrow.xyz
২০ জুন ঢাকার হোটেল রেডিসন ব্লুতে জমকালো আয়োজনের মাধ্যমে এবারের আসরের চূড়ান্ত বিজয়ীদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এবারের আয়োজন নিয়ে ‘দ্য মার্ভেল-বিইউ’র সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বৃতি সাবরিন বলেন, ‘মার্ভেল অব টুমরো’ শুধুই একটি অ্যাওয়ার্ড শো নয়, একসঙ্গে দেশের কনটেন্ট ইকোসিস্টেমের একটি বৃহৎ উদ্যাপনও বটে।
এ বছর আয়োজনটির থিম ‘লোকাল রুটস, গ্লোবাল ইমপ্যাক্ট’। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির আরেক সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মাহজাবিন ফেরদৌস বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে আমরা দেখাতে চাই, আমাদের কনটেন্ট ক্রিয়েটররা কেবল দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের একটি শক্তিশালী ও ইতিবাচক ব্র্যান্ড ইমেজ তৈরি করছেন।’