‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমান
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমান-সংশ্লিষ্ট পাঁচটি ফেসবুক পেজ হ্যাকড হয়েছিল। পরে সবগুলো পেজ উদ্ধার করা সম্ভব হয়েছে।

জিল্লুর রহমান ফেসবুকে দেওয়া এক পোস্টে শুক্রবার বলেন, হ্যাকের শিকার হয়েছিল ‘তৃতীয় মাত্রা’, ‘তৃতীয় মাত্রা প্লাস’, অনুষ্ঠানটির উপস্থাপক ‘জিল্লুর রহমান’, ‘সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)’ ও ‘সিসিএন’-এর ফেসবুক পেজ।

বেলা আড়াইটার দিকে আরেক ফেসবুক পোস্টে জিল্লুর রহমান বলেন, ‘তৃতীয় মাত্রা’ ছাড়া বাকি পেজগুলো আয়ারল্যান্ডভিত্তিক মানবাধিকার সংগঠন ফ্রন্টলাইন ডিফেন্ডারসের সহায়তায় উদ্ধার করা হয়। পরে রাতে আরেক পোস্টে তিনি তৃতীয় মাত্রার ফেসবুক পেজও উদ্ধারের কথা জানিয়েছেন। জিল্লুর রহমান আরও জানান, তাঁর এক্স অ্যাকাউন্টও হ্যাক করার চেষ্টা হয়েছিল। তবে তা ঠেকানো গেছে।

জিল্লুর রহমান মুঠোফোনে প্রথম আলোকেও বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। পাশাপাশি সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ব্যাংক হিসাবও তলব করা হয়। জিল্লুর রহমান সিজিএসের নির্বাহী পরিচালক।

আরও পড়ুন

‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব