ডেঙ্গু রোগী
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ৬৪৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৮২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

ডেঙ্গুতে মৃত্যুহার সবচেয়ে বেশি বাংলাদেশে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রোববার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় ৪ জন ও ঢাকার বাইরে ৮ জন মারা গেছেন। এ সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ব্যক্তিদের ১ হাজার ৫ জন ঢাকার এবং ১ হাজার ৮১৮ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। তাঁদের মধ্যে ৬১ হাজার ৪৮৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবংঢাকার বাইরে ৭১ হাজার ৬৪৫ জন ভর্তি হন।

আরও পড়ুন

এডিস মশা ছড়িয়েছে প্রত্যন্ত গ্রামে

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর—২৮১ জন। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

আরও পড়ুন

ঢাকার বাইরে এত ডেঙ্গু রোগী কেন, জানে না কেউ