সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। বাংলাদেশ ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা নিয়ে হলিউডে মুক্তি পেয়েছে প্রামাণ্যচিত্র। সেখানে আছে নানা বিশ্লেষণ ও নতুন তথ্য। আজ এ নিয়ে ‘রিজার্ভ চুরির জন্য বাংলাদেশকে কেন বেছে নেওয়া হয়েছিল’ বিশেষ প্রতিবেদনটি বিপুলসংখ্যক পাঠক পড়েছেন। রওশন এরশাদ আজ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। এ ঘটনা নিয়ে প্রতিবেদনটিও পঠিত হয়েছে। আজ আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়া–ইউক্রেনের যুদ্ধের একাধিক খবর আছে। সেসব পাঠক পড়েছেনও আগ্রহভরে। এর পাশাপাশি অর্থনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

রিজার্ভ চুরির জন্য বাংলাদেশকে কেন বেছে নেওয়া হয়েছিল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে বানানো প্রামাণ্যচিত্র বিলিয়ন ডলার হাইস্ট–এর পোস্টার

মামলার ক্ষতি হবে বলে বাংলাদেশ বিষয়টি যতই লুকিয়ে রাখার চেষ্টা করুক, এ নিয়ে আলোচনা অব্যাহতই আছে। কেননা, এটাই বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল চুরির ঘটনা। আর যেভাবে অর্থ চুরি হয়েছে, তা যেকোনো থ্রিলার সিনেমার চেয়ে কম উত্তেজনাপূর্ণ নয়। বিস্তারিত পড়ুন...

রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন

রওশন এরশাদ
ফাইল ছবি

রওশন এরশাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো–চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’ বিস্তারিত পড়ুন...

মরুভূমিতে রাইফেল হাতে ভাগনারপ্রধান প্রিগোশিনের ভিডিও বার্তা

ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন
ফাইল ছবি: রয়টার্স

ভিডিওতে প্রিগোশিন বলেন, ‘এখানে তাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি। তবে সবকিছু আমাদের পছন্দমতো রয়েছে। ভাগনার সব মহাদেশে রাশিয়ার গৌরব বাড়াতে অবদান রেখেছে।’ বিস্তারিত পড়ুন...

রামোসের ভবিষ্যৎ কোথায়

নতুন কোনো ঠিকানা খুঁজতে হবে রামোসকে
ছবি: ইনস্টাগ্রাম

রিয়াল মাদ্রিদ থেকে ২০২১ সালে পিএসজিতে যোগ দেন রামোস। প্যারিসের ক্লাবটিতে যাওয়ার পর লম্বা সময় ধরে রামোস লড়েছেন চোটের সঙ্গে। বিস্তারিত পড়ুন...

তাঁরা আমাদের ভালো থাকতে দেবেন না: শরীফুল রাজ

শরীফুল রাজ– পরীমনি
কোলাজ

তিন দিন পর সোমবার রাতে পাওয়া গেল রাজকে। মুঠোফোনে কথা হয় তাঁর সঙ্গে। আহত হওয়া বা পরীর সঙ্গে নতুন করে আবার দূরত্ব তৈরির বিষয়টি অস্বীকার করেন রাজ। তিনি বলেন, ফেসবুক বা কিছু অনলাইন পোর্টালে যেসব তথ্য ছড়ানো হয়েছে, সেসব সত্য নয়। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন