প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি

গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার দাবি করে ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়। ঢাকা, ২৫ এপ্রিলছবি: প্রথম আলো

রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবন থেকে পড়ে দ্য ডেইলি স্টার-এর সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার দাবি করা হয়েছে।

‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তাকে হত্যার অভিযোগ উঠেছে উল্লেখ করে এ বিষয়ে প্রভাবমুক্ত ও স্বচ্ছ তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার দাবি করা হয়।

নিজেরা করির সমন্বয়কারী খুশী কবিরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহা তানজীম। পরে বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, শ্রমিকনেতা আবুল হোসাইন প্রমুখ।

উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, অধ্যাপক রেহনুমা আহমেদ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নাসিমুন আরা হক, অধ্যাপক জোবাইদা নাসরীন, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান প্রমুখ।

গত ৬ জানুয়ারি গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর পর গৃহকর্তা সৈয়দ আশফাকুল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা কারাগারে আছেন।