৩ ইটভাটাকে জরিমানা, বালু বিক্রির দায়ে কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় তিন ইটভাটার মালিকদের সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে সাঙ্গু নদ থেকে তোলা বালু অবৈধভাবে বিক্রি করার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানের সময় একটি এক্সকাভেটর ও ৫০ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। কারাদণ্ড দেওয়া ব্যক্তির নাম সৈকত দাশ। তিনি সাতকানিয়ার বাসিন্দা।

প্রতীক দত্ত বলেন, ইটভাটাগুলোয় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার করা হতো। এ ছাড়া তারা কৃষিজমির ওপরের অংশের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করছিল। এ জন্য তাদের জরিমানা করা হয়।

এর মধ্যে ফোর বিএম ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা, সৈয়দ মক্কী ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা ও এইচবিএম ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে সাতকানিয়া উপজেলার ১ নম্বর চরতি ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় সাঙ্গু নদের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিংয়ের বালু রাখা ছিল। এই বালুগুলো অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল। এ সময় সৈকত দাশ নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। সৈকত দাশকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে প্রতীক দত্ত জানান। তিনি বলেন, সরকারি বালু তারা চুরি করে বিক্রি করে ফেলছিলেন। এর সঙ্গে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিও জড়িত।