কৈলাশটিলা-৮ নম্বর কূপ থেকে মিলবে দিনে ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস

সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রফাইল ছবি

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) কৈলাশটিলা-৮ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। আগামী তিন মাসের মধ্যে এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১১ জানুয়ারি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) গ্যাস অনুসন্ধান ও উৎপাদন প্রতিষ্ঠান বাপেক্সের বিজয়-১২ রিগ ব্যবহার করে কৈলাশটিলা-৮ নম্বর কূপে খননকাজ শুরু হয়। ৩ হাজার ৫০০ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। ফলাফল অনুযায়ী, কূপটিতে এ স্তর (৩ হাজার ৪৩৮ থেকে ৩ হাজার ৪৪৭ মিটার) থেকে দৈনিক প্রায় ২১ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৈলাশটিলা স্ট্রাকচারের অবশিষ্ট উত্তোলনযোগ্য মজুত ১ হাজার ৯০০ বিলিয়ন ঘনফুট। কৈলাশটিলা-৮ নম্বর কূপে প্রাপ্ত গ্যাসের প্রাথমিক মজুত ২৫-৪০ বিলিয়ন ঘনফুট, যা নতুন মজুত হিসেবে সংযোজিত হলো। এর বাজারমূল্য প্রায় ১ হাজার ৬২০ কোটি টাকা (প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য ২২ দশমিক ৮৭ টাকা হারে)। কৈলাশটিলা-৮ নম্বর কূপ খনন প্রকল্পে ১৭২ কোটি টাকা ব্যয় হচ্ছে।